হাতীবান্ধায় মরহুম আলাউদ্দিন এল ই ডি মনিটরিং শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে স্থানীয় যুব সমাজের উদ্দ্যেগে মরহুম আলাউদ্দিন আমহেদ এল ই ডি মনিটর শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ আগষ্ট) বিকেলে, উক্ত খেলায় উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অ্যাড.মশিউর রহমান,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মদাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল।আরও উপস্থিত ছিলেন-মোঃ মাহাবুবার রহমান,সমাজ সেবক খোর্দ্দবিছনদই, মোঃ মশিউর রহমান।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে অ্যড.মশিউর রহমান বলেন,মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।
আমাদের সোনার ছেলেরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।
উক্ত ফাইনাল খেলায়- সিনিয়র একাদশ ভোটমারী দলকে হারিয়ে গাগলার পাড় সেভেন স্টার দল জয়লাভ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.