শিবগঞ্জে বয়বৃদ্ধাকে ঢেউটিনসহ আর্থিক সহায়তা দিলেন জিকে ফাউন্ডেশনের কর্ণধার

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৪-নং ওয়ার্ডের বাসিন্দা ১২০ বয়সের বৃদ্ধা ফাইজুন নেশা বেগমকে ঢেউটিনসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উক্ত সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজ সেবক, প্রসিদ্ধ ব্যবসায়ী ও জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম।
আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলের দিকে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারীস্থ জিকে ফাউন্ডেশনের কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে জিকে ফাউন্ডেশনের গড়া তারণ্য সংগঠনের কর্মীরা বৃদ্ধার বাড়িতে ঢেউটিন পৌঁছে দেন। একই সাথে কুমারপাড়া মহল্লার করোনা রোগী মানিক চন্দ্রকে এক মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এদিকে শিবগঞ্জ পৌরসভার ৭-নং ওয়ার্ড ইসরাইল মোড় এলাকায় সেলুনের কাজ করার জন্য ডলার নামের এক ব্যাবসায়ীকে বিভিন্ন উপকরণ প্রদান করেন সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ সুশীল সমাজের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.