লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও মহড়া


লালপুর (নাটোর) প্রতিনিধি: “দূর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়র আনবে গতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ়্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তারপর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

র‌্যালি আলোচনা ও মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী সহ সকল কর্মকর্তাগণ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.