তাড়াইলে ইউপি সদস্যের চেম্বারে মিললো ৪৮ বোতল বিদেশী মদ, গ্রেফতার-৫

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: তাড়াইল সদরের এক ইউপি সদস্যের কার্যালয় থেকে ৪৮ বোতল বিদেশি মদ ও ২৫০গ্রাম গাঁজাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাড়াইল থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
সংবাদ সম্মলনে ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত (২৫ আগস্ট) ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা সদর বাজারের কাঠপট্টী এলাকায় তাড়াইল-সাচাইল (সদর) ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য সংগ্রাম ভৌমিকের নিজস্ব কার্যালয় থেকে বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
তবে ইউপি সদস্য সংগ্রাম ভৌমিকের দাবি, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি কিছুই জানি না। আমার চেম্বারের চাবি দুটি। একটি আমার কাছে এবং একটি আমার ভাতিজা শান্ত ভৌমিকের কাছে থাকে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.