উপজেলা পরিষদ নির্বাচন: আদমদীঘি উপজেলায় কে কত ভোট পেয়েছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কে কত ভোট পেয়েছেন।
আদমদীঘি উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, গত ২১ মে দ্বিতীয় ধাপে আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যন পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৭জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন।
নির্বাচনে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তা প্রদত্ত হলো, উপজেলা চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) মার্কা ৩৯ হাজার ৮৩২ ভোটে পেয়ে বেসরকারি ভাবে আবারো নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রাতিদ্বদ্বি প্রার্থী রাশেদুল ইসলাম রাজা (মোটরসাইকেল) পেয়েছেন ৩২ হাজার ১২৮ভোট।
অপরপ্রার্থী তোফায়েল হোসেন লিটন (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। ফলে ৭ হাজার ৭০৪ বেশি ভোট পেয়ে সিরাজুল ইসলাম খান রাজু পুনরায় বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু (টিউবওয়েল) ৩৮ হাজার ৪০১ পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা (হাঁস) ৪৩ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে শাহিনুর রহমান মন্টি (চশমা) ৩৪ হাজার ৬৩৪ ভোট পেয়ে ও ইশরাত জাহান কুইন (প্রজাপতি) মার্কা ২৯ হাজার ২৯৮ ভোট পেয়ে পরাজিত হন। এ উপজেলায় ৪৫.৩৫% শতাংশ ভোট পড়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.