ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ১৯টি স্বর্ণের বার জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ১৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করছে পারেনি তারা।
জব্দ বারগুলো ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বৈকারী বিওপির আওতাধীন ছয়ঘরিয়া মাঠ এলাকা থেকে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১৯ (বড় ১৪টি ও ছোট ৫টি) স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.