কাতার’র আমির’র সাথে এরদোগান’র সাক্ষাৎ

(কাতার’র আমির’র সাথে এরদোগান’র সাক্ষাৎ–ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে কাতার আমিরের সঙ্গে বৈঠক করতে দোহায় এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গতকাল বুধবার (০৭ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় সফরে দোহায় পৌঁছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় কাতারের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল আতিয়াহর নেতৃত্বে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। খবর আলজাজিরার।

এ সময় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ছিলেন অর্থ মন্ত্রী বেরাত আল বায়রাক, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মেহমেত কাসাপগলু, জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান হাকান ফিডান, যোগাযোগ বিভাগের মহাপরিচালক ফাহরেটিন আলতুন ও প্রেসিডেন্টের মুখপাত্র ইবরাহিম কালিনসহ অন্যান্য উচ্চপদস্থ অফিসিয়াল কর্মকর্তারা। এর আগে তাঁরা কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহকে সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আহমদ আল সাবাহের শোক জানাতে কুয়েতে সফর করেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ান আঞ্চলি সমর্ক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধি বিষয়ে দ্বি-রাষ্ট্রীয় বৈঠক করেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.