সান্তাহারে পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে দ্রুতযান এক্্রপ্রেস ট্রেন অবরোধ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  আগামী ২৬মে পঞ্চগড় থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর এক্্রপ্রেস ট্রেনের উদ্বোধন হবে। ট্রেনটি বগুড়ার আদমদীঘির সান্তাহার বৃহৎ জংশন স্টেশনে কোনো যাত্রা বিরতি রাখা হয়নি। ট্রেনটির যাত্রা বিরতির দাবিতে এলাকার সর্বস্তরের জনতা কয়েকদিন যাবত বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এর অংশ হিসাবে আজ রোববার বেলা সাড়ে ১১টায় স্টেশনে ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর ট্রেন ১৫মিনিট অবরোধ করে রাখেন।

অবরোধ কর্মসূচির মধ্যে চলাকালে বক্তব্য রাখেন ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক সংসদ আলহাজ কছিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়মীলীগের যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সহকারি অধ্যপক মাসুদ রানা, সাবেক কাউন্সিলর জিআরএম শাহাজাহান, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকন, উপজেলা জাপার সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন, আসলাম সিকদার প্রমূখ।

পরে যথারীতি সকল ট্রেন চলাচল করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.