মনীষীদের মূর্তি পরিস্কারের মাধ্যমে সচ্ছতা অভিযান কর্মসুচি বিজেপির (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: গত বিধান সভা নির্নাচনের ফল ঘোষণার পর বেশ কিছুটা ব্যকফুটে চলে যায় বঙ্গ বিজেপি। সেটা তারা স্বীকার না করলেও বর্তমান রাজ্য রাজনিতীর অবস্থান দেখে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
বর্তমানে বিজেপির নিচু তলার কর্মিদের তেমন কোন ইস্যু নিয়ে মাঠে নামাতে পারেনি বঙ্গ বিজেপি।
গোটা আগষ্ট জুড়ে সারা রাজ্য ব্যাপি বিজেপির সকল শাখা সংগঠন এর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্ম সূচী নেবার ডাক দিয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) সারা রাজ্যের পাশাপাশি জেলা জেলায় ও পালিত হল সচ্ছতা অভিযান।
স্বচ্ছতা অভিযান সফল করতে আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের মূর্তি সাফাই অভিযান কর্মসুচি সম্পন্ন করল নবদ্বীপ শহরের দক্ষিণ মন্ডল বিজেপি।
এদিন সকালে নবদ্বীপ শহরের ১৬ নং ওয়ার্ডে, সরকার পাড়া এলাকায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তিকে পরিস্কার ও মাল্যদান করেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বিজেপি নেতৃত্ব ওই এলাকায় থাকা আরও একাধিক সাধিনতা সংগ্রামি, ও মনিষীদের মূর্তি তেও মাল্য দান করে।
এদিনের স্বচ্ছতা অভিযান কর্মসুচিতে হাজির ছিলেন বিজেপির নবদ্বীপ শহর দঃ মন্ডলের সভাপতি শশধর নন্দি, সম্পাদক প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মি বৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.