আদমদীঘির চাঁপাপুর ভুমি অফিসের দখল করা স্থাপনা উচ্ছেদ অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন ভুমি অফিসের জায়গা অবৈধ ভাবে দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১০টায় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানাযায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন ভুমি অফিসের জায়গায় ব্যবসায়ী জনৈক আশরাফ আলী দীঘদিন যাবত অবৈধ ভাবে দখল করে ইটের দেয়ালে টিনের ছাউনি দিয়ে স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলেন।
ওই স্থাপনাটি চাঁপাপুর ইউনিয়নে ভুমি অফিসের হওয়ায় ব্যবসায়ী আশরাফ আলীকে অপসারণ করার জন্য তাগিদ দেয়া হলেও তিনি অপসারণ করেননি। ফলে শুক্রবার সহকারি কমিশনার ফিরোজ হোসেন নিজেই সেখানে অভিযান চালিয়ে অবৈধ ভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.