বহুতল ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু, নেই ঝুকিমুক্তির ব্যবস্থা

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর ধাপসাতগাড়া এলাকায় আজ বুধবার দুপুরে একটি নির্মানাধীন ভবন থেকে পড়ে একজন নির্মান শ্রমিক মারা গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার (৩০ জুন) দুপুরে নগরীর ধাপসাতগাড়া বাইতুল মোকাররম কামিল মডেল মাদরাসার সামনে একটি ৮ তলা নির্মানাধীন ভবনের ছাদে কাজ করার সময় পড়ে যায় শ্রমিক হরিদাস বর্মন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎকরা তাকে মৃত ঘোষনা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বিটিসি নিউজকে জানান, নিহত শ্রমিকের বাড়ি নগরীর ১২নং ওয়ার্ডের বালাবাজার গ্রামে। এ ব্যপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, ঝুঁকিমুক্তির ব্যবস্থা না করেই সেখানে নির্মান কাজ করছিলেন সংশ্লিষ্টরা।
বিভাগীয় ইমারত শ্রমিক ইউনিয়নের আরমান বিটিসি নিউজকে জানান, বহুতল ভবনের মালিক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম রয়েছে। সঠিক তদন্ত করে মেট্রোপলিটন পুলিশের কাছে দ্রুত আইনি পদক্ষেপ চেয়েছেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.