বড় জয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি

বিটিসি স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য করল ম্যানচেস্টার সিটি। দুই অর্ধে মিলল দুটি করে গোল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে উড়িয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠল পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।
চমৎকার গোলে কেভিন ডে ব্রুইনে দলকে এগিয়ে নেওয়ার পর দুটি গোল করেন ফিল ফোডেন। চতুর্থটি করেন হুলিয়ান আলভারেস।
৩৩ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে সিটির পয়েন্ট এখন ৭৬।
৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল।
ম্যাচের প্রথম সুযোগটি তৈরি করে ব্রাইটন। তৃতীয় মিনিটে ড্যানি ওয়েলবেকের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন এদেরসন।
নিজেদের গুছিয়ে নিয়ে সপ্তদশ মিনিটে ডে ব্রুইনের দারুণ গোলে এগিয়ে যায় সিটি। কাইল ওয়াকারের ক্রসে বক্সে ডাইভিং হেডে বল জালে পাঠান বেলজিয়ান তারকা।
২৬তম মিনিটে সৌভাগ্যের গোলে সিটির ব্যবধান দ্বিগুণ হয়। ফিল ফোডেনের ফ্রি-কিকে বল ব্রাইটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
ব্রাইটনের গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৩৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন। বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে সিটি। ৬২তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন আলভারেস। ওয়াকারের প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেওয়ার পর ফিরতি বল ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গত ৩১ জানুয়ারি বার্নলির বিপক্ষে ম্যাচে জোড়া গোলের পর এই প্রথম প্রিমিয়ার লিগে জালের দেখা পেলেন আলভারেস। এই সময়ে অন্যান্য প্রতিযোগিতায় তিনি গোল করতে পারেন কেবল একটি।
বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি সিটি।
৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রাইটন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.