বঙ্গবুন্ধ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল তারেকের শতক

নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ও মক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৪টি খেলা আজ অনুষ্ঠিত হয়। আজ নিজ নিজ খেলায় জয় পেয়ে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, বায়া স্কুল এন্ড কলেজ , হাজী মুহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী গভঃ ল্যাবরেটরী স্কুল কোয়ার্টার ফাইনালে উঠে।

শিক্ষা বোর্ডের তারেক এই টুর্নামেন্টে প্রথম শতরান করেন। মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে হারায় বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজকে। টস জয়ী বিশ্ববিদ্যালয় স্কুল ব্যাট করতে নেমে নিদ্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ৯১ রান । দলের পক্ষে তুহিন ৩৯ রান। বিপক্ষ দলের জয় ১৫ রানে ২ উইকেট নেন। জবাবে হাজী মুহাম্মদ মহসিন স্কুল ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারের ৪ উইকেট হারিয়ে তুলে ৯৪ রান । দলের পক্ষে জয় ১৯ ও রানা ১৮ রান করেন। বিশ্ব বিদ্যালয় স্কুলের অপূর্ব ১০ রান দিয়ে ১ উইকেট নেয়।

দিনের অন্য খেলায় সরকারী ল্যাবরেটরী স্কুল ৫ উইকেটে হারায় মুন্ডুমালা সরকারী স্কুল এন্ড কলেজকে। টস জয়ী মুন্ডমালা ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ৬৪ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে ফাহিম ১৪ রান করেন। বিপক্ষ দলের নোবেল ১৩ রানে ৪ উইকেট নেন। জবাবে সরকারী ল্যাবরেটরী স্কুল ব্যাট করতে নেমে ১১ ওভারের ৫ উইকেট হারিয়ে তুলে ৬৫ রান । দলের পক্ষে রাহাত ২৩ রান করেন। বিপক্ষ দলের ১১ রানে ৩ উইকেট নেন।

বিভাগীয় মহিলা ক্রীড়া কমপেলক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ৩৬ রানে হারায় বালিয়াপুকুর বিদ্যানিকেতনকে। টস জয়ী শিক্ষা বোর্ড ব্যাট করতে নেমে তারেকের শতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৮২ রান। দলের পক্ষে তারেক ১০০ ও বর্ন অপরাজিত ২৭ রান করেন। বিপক্ষ দলের নূর ৩৮ রানে ৩ উইকেট নেন। জবাবে বালিয়াপুুর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ১৪৬ রান। দলের পক্ষে নয়ন ৫০ ও নাফিস ১৫ রান করেন। বিপক্ষে ফারিদ ২৪ রানে ৪টি ও সাজিদ ২৪ রানে ২টি উইকেট নেন।

দিনের অন্য খেলায় বায়া স্কুল এন্ড কলেজ ৫ উইকেটে হারায় বাঘা পারসাউতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়কে । টস জয়ী বিনোদপুর স্কুল ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তুলে ১১১ রান। দলের পক্ষে রাব্বিল ৪৮ ও সোহেল ১২ রান করেন। বিপক্ষ দলের ইউনুস ২১ রানে ৪ ও তুহিন ৪১ রানে ৩ উইকেট নেন। জবাবে বায়া স্কুল এন্ড কলেজ ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১১২ রান । দলের পক্ষে শাহিন ৫০ ও সোহেল অপরাজিত ১৪ রান করেন। বিপক্ষ দলের রাকিব ২২ রানে ২টি ও রাব্বিল ২১ রানে ১টি উইকেট নেন।

সংবাদ প্রেরক জি, এম হাসান সালাম বাবলু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.