বগুড়ায় যমুনা নদীর তলদেশ দিয়ে চরে যাচ্ছে বিদ্যুৎ


বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যমুনা নদীর তলদেশ দিয়ে দূর্গম চর এলাকায় বিদ্যুৎ সংযোগ সরবরাহ কাজ শুরু হয়েছে। চরের মানুষগুলোর স্বপ্ন আজ সত্যির পথে।
সরকারের ‘ঘরে ঘরে বিদ্যুৎ উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরবাটিয়া, শালুখা, কুড়িপাড়া এবং কাজলা গ্রামের ৪০৮টি পরিবারের মাঝে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যমুনা নদীর তলদেশ দিয়ে বিদ্যৎ সরবরাহ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া প্রমূখ।
এই উদ্দ্যেগের ব্যায় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। প্রায়াত সাংসদ আব্দুল মান্নানের প্রচেষ্টায় সারিয়াকান্দি উপজেলা শতভাগ বিদ্যুৎতায়নের লক্ষে চরে বিদ্যুৎ বাস্তবায়ন করা হলো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.