প্রভু যীশু খ্রীস্টের জন্মদিনে গোটা ভারতবর্ষের মানুষ আনন্দে মেতেছে

কলকাতা প্রতিনিধি:  ২৫শে ডিসেম্বর ৷ প্রভু যীশু খ্রীস্টের জন্মদিনে গোটা ভারতবর্ষের মানুষ আনন্দে মেতেছে ৷

বড়দিনের উৎসবে মাতোয়ারা পার্কস্ট্রট ৷ দূর্গা পূজার পর আরও একবার মাতল শহর ৷ আলোর বন্যায় ভাসছে শহর ৷ জনস্রোতে মানুষের ঢল যত রাত বাড়ছে তত নগরীর রাস্তায় উপচে পরছে ভিড় ৷

শহরের সবচেয়ে প্রাচীন এই গির্জা অধিকাংশ মনুষেদ আজ আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ সকাল থেকে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা , কেকে কামড়ের সঙ্গে সঙ্গে মহা সমারোহে চলছে  বড়দিন পালন ৷

শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তিলোত্তমা কলকাতা মহানগরীর রাস্তায় রা্তায় উল্লাসে মেতেছেন এই বড়দিনকে কেন্দ্র করে ৷ ভিকটোরিয়া , চিরিয়াখানা , জদুঘর , নিকো পার্কে অজস্র মানুষ বরদিন পালনের আনন্দে স্বজন বন্ধুদের সাথে আনন্দে ভেসেছে ৷ রেস্তরাঁগুলোতে উৎসাহী মানুষের উপচে পরছে ভিড় ৷
যত রাত বাড়ছে , বাড়ছে ঠান্ডার প্রকোপ সেই সঙ্গে বাড়ছে মানষের উৎসাহ ৷ দূর দূর থেকে আরও মানুষ এসে জড়ো হচ্ছে পার্কস্ট্রিটের আলোক সজ্জিত ঝলমলে দুনিয়ায় ৷ নাচ গান হুল্লোড় এবং খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে পালন করছেন বড়দিন ৷ ভয়ঙ্কর শীতের প্রকোপকে তুচ্ছ করে চলছে চরম উৎসাহ উদ্দীপনায় ক্রীসমাস ডে পালন ৷ সারা রাত উৎসবের উদযাপনের মধ্যে দিয়ে পার্কস্ট্রিটের মানুষ আজও ভোরে দেখবে ৷
প্রভু যীশু খ্রীস্টের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে ২৫ শে ডিসেম্বরের রাত শীতের প্রকোপকে উপেক্ষা করে এগিয়ে চলেছে আলো আর আনন্দের বন্যায় ভেসে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.