ভারতের বিভিন্ন জায়গায় সূর্যগ্রহণ 

কলকাতা প্রতিনিধি:  আজ বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) পৃথিবী জুড়ে সূর্য গ্রহণ শুরু হয়েছে ৷ ভারতবর্ষের বিভিন্ন অন্ঞ্চল থেকে বিভিন্ন রূপে দেখা যাবে এই গ্রহণকে ৷ এই সূর্য গ্রহণ হয়ে থাকে সাধারণত তিনভাবে ৷ খন্ড গ্রাস বা আংশিক গ্রাস , বলয় গ্রাস এবং পূর্ণ গ্রাস ৷ তবে ভারত থেকে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ দেখা যাবে না ৷
কলকাতায় এই সূর্য গ্রহণ দেখা যাবে আংশিক ভাবে ৷ গ্রহণ শুরু হয়েছে ৮.২৭ মিনিট থেকে ৷ মেঘাচ্ছন্ন আকাশের জন্য সূর্য গ্রহণ ভালো দেখা যাওয়া না গেলেও সকাল ৯.৫২ নাগাদ এই আংশিক গ্রহণ সম্পূর্ণ রূপে দৃশ্যতঃ হয় ৷ তারপর আবারও মেঘের কারণে গ্রহণ আর দৃশ্যতঃ হয়নি ৷ কলকাতায় গ্রহণ সমাপ্ত হবে ১১-৩২ মিনিটে ৷ কলকাতাতে থেকে ৩৮% গ্রহণ দেখা গেছে ৷
পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকা চাঁদ যদি সূর্যকে পুরোপুরি ঢাকতে না পেরে শুধুমাত্র তার কেন্দ্রস্থলকে ঢেকে দেয়, তা হলে বলয়গ্রাস সূর্যগ্রহণ হয়। এই সময় সূর্যকে বালার মতো দেখায়।

চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে বলয় গ্রহণ হয়। অমাবস্যার সময়ে এই ধরনের সূর্যগ্রহণ হয়। তবে সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না, কারণ এ সময় চাঁদ ভূকক্ষের সঙ্গে ৫ ডিগ্রি হেলে থাকে৷থাকে৷ ভারতবর্ষে একমাত্র কেরলের কাসারগড়ে সবচেয়ে ভালো বলয় গ্রাস দেখা গেছে ৷ এখান থেকে এই বিরল গ্রহন ৯২% দেখা গিয়েছে ৷

দিল্লী , মুম্বাই , চেন্নাই , আমেদাবাদ , ভুবনেশ্বর প্রভৃতি জায়গাগুলো থেকে যদিও বা সূর্য গ্রহণ দেখা গেছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং সামুদ্রিক ঘুর্ণাবর্তের জেরে সমস্ত আকাশ মেঘে ঢাকা থাকায় বহু রাজ্যের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করা সত্বেও এই বিরল সূর্য গ্রহণ দেখতে পারেননি ৷ কোচবিহার , মাথাভাঙ্গা , দিনহাটা , দার্জিলিং- এও বেশ ভালোভাবে এই গ্রহণ দেখা গেছে ৷

বছরের এই শেষ সূর্য গ্রহণের সাক্ষী হল পৃথিবী ৷ জানা গেছে আগামী বছর ২০২০ তে ২১শে জানুয়ারি আবার পৃথিবী জুড়ে এই সূর্য গ্রহণ দেখা যাবে ৷ গ্রহণের সময় বন্ধ ছিল পশ্চিমবাংলার দক্ষিণেশ্বর সহ বিভিন্ন সতী পিঠের গর্ভগৃহ ৷ বন্ধছিল আসাম গোয়াহাটির কামাক্ষা মন্দিরও ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.