প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বেসরকারি কর্মচারিরা

নিজস্ব প্রতিবেদক : চাকরি সরকারিকরণসহ তিন দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি কর্মচারিরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। দাবি পুরণে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

দাবিগুলো হলো- সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত বেসকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকরি সরকারি করণের ব্যবস্থাগ্রহণ করতে হবে। চাকরি সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান করতে হবে। প্রতিটি সরকারি কলেজের প্রধানের নিকট বেসরকারি কর্মচারিদের জাতীয় করণের ক্ষমতা দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের বেসরকারি কর্মচারি ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক এহাসানুল কবির ইমন, দফতর সম্পাদক আবদুল মোতালেব, উপদেষ্টা আলফাজ উদ্দিন, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের সভাপতি শরিফুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.