নগরীতে ২৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর এয়ারপোর্র্ট থানার সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১২-৯২৫৪) জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর নতুন ফুদকিপাড়া এলাকার আজিজুল হকের ছেলে হাসিবুল (৩৫), গোপালগঞ্জের মাঝিপাড়া পুলিশ লাইন এলাকার কালাম উদ্দীনের ছেলে রহমত (২২) ও পিরোজপুরের ইন্ডার এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে হৃদয় (২১)।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান, এসআই মাসুদ রানা ও এএসআই সামাউরের নেতৃত্বে পুলিশ সদস্যরা থানার সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে চেকপোষ্ট চলাকালে সন্দেহজনকভাবে একটি ট্রাক আটক কের তল্লাসী চালায় এসময় ট্রাকের উপর পরিত্যাক্ত একটি প্রাইভেট কারে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ২৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.