পুরীর মন্দির প্রবেশে থাকছে না কোনও বিধিনিষেধ

কলকাতা (ভারত) প্রতিনিধি: আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে কোনও রকমের পরীক্ষা বা নথি ছাড়াই প্রবেশ করা যাবে।
প্রসঙ্গত করোনা আবহে ২০২০ সাল থেকে প্রায় ৯মাস মন্দির বন্ধ থাকার পর পুনরায় খুলেও বন্ধ করে দিতে হয়।
বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মন্দির কর্তৃপক্ষ একটি বৈঠকের মাধ্যমে স্থির করে আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে সর্বসাধারনের জন্য মন্দিরের প্রত্যেকটি গেট খুলে দেওয়া হবে। তবে মাস্ক,স্যানিটাইজেশন ও দূরত্ববিধি সবাইকে মানতে হবে বলে জানান মন্দির কর্তৃপক্ষের প্রধান কৃশানু কুমার।
এদিকে আগামী শনিবার পুরীর মন্দির দর্শনে আসছেন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। সেই উপলক্ষ্যে মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। ঐদিন বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সর্বসাধারনের প্রবেশ নিষেধ থাকবে বলে জানান পুরীর জেলাশাসক সমর্থ ভার্মা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.