আদমদীঘিতে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রানিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিন ব্যাপি প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় প্রানিসম্পদ অফিস চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম, ওসি জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দীন, প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মাসুদ রানা প্রমূখ।
মেলায় দর্জিবাড়ি এগ্রোফুর্ডস লিঃ খামারের প্রায় ৬ লক্ষাধিক টাকা মূল্যের ১৭মন ওজনের একটি ষাঁড় গরু সকলের দৃষ্টি আকৃষ্ট করে।
উল্লেখ্য: প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় এই প্রদর্শনীতে গবাদিপশু, কবুতর, ঘোড়া, ছাগলসহ মোট ৩১ টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.