নোয়াখালীতে করোনায় আক্রান্ত ১৬৮, আক্রান্তের হার ৩১ শতাংশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫২৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ১৬১ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫১জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৪জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২০জন। মৃত্যুর হার ১দশমিক ২২ শতাংশ।  এর মধ্যে সদর উপজেলায় মারা যায়

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে। এর আগে গতকাল বুধবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৪০জন, সোনাইমুড়ীতে ১৫জন,চাটখিল ১৪জন, সেনবাগ ১৩জন, কোম্পানীগঞ্জ ২১জন, কবিরহাটে ১৪জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৬৯ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫০ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.