৬ দিনে গ্রেপ্তার হয়নি পাপ্পু

বিশেষ প্রতিনিধি: ৬ দিন ও গ্রেপ্তার হয়নি নওগাঁতে প্রতিপক্ষের হামলার শিকার হওয়া রফিকুল ইসলাম রফিকের প্রধান আসামি পাপ্পু। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পাপ্পুর খুঁটির জোর কোথায় এটা নিয়ে সবার মধ্যে প্রশ্ন।এদিকে আহত রফিক নওগাঁ জেলার সাহাপুর মাস্টারপাড়া এলাকার মোহাম্মদ আবদুস সাত্তারের ছেলে।
বর্তমান রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় রফিকের সাথে কথা হলে তিনি জানান, বাড়ি থেকে প্রতিবেশীকে সাথে নিয়ে নওগাঁ শহরে যাওয়ার পথে আসামি পাপ্পু তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। পরবর্তীতে আমাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আমি এই ঘটনার বিচার চাই।
এই ব্যাপারে নওগাঁ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। আহতর বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.