নাটোরে গণপরিবহন মনিটরিংয়ে জেলা প্রশাসন ও পুলিশ

নাটোর প্রতিনিধি: নাটোরে গণপরিবহন মনিটরিংয়ে নেমেছেন জেলা প্রশাসন ও পুলিশ এর যৌথ দল। করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহন চলাচলে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে গণপরিবহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই মনিটরিংয়ে ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ। পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, উপ-পরিচালক,বিআরটিএ ও বাস পরিবহণ মালিক সমিতির সদস্যবৃন্দ।

এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার গণপরিবহনের সংশ্লিষ্ট চালক চালকের সহকারী সুপারভাইজার ও কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করেন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে। সেই সঙ্গে ডেক্সগু নিয়ন্ত্রণে রাখতে বাসস্ট্যান্ড এলাকায় কোন টায়ারে বোতলে যেন পানি জমে না থাকে এবং কোথাও বৃষ্টির পানি জমতে না পারে তার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.