রাণীশংকৈলে ১০ বছরের কন্যাশিশুসহ নতুন দু’জন করোনায় আক্রান্ত 

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় নতুন করে ১০ বছরের কন্যাশিশুসহ দু’জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী।
গত ২ জুন রানীশংকৈলে ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং আজ রবিবার (৭ জুন) রাতে দুজনের
রিপোর্ট পজিটিভ আসে।
রোগীরা হলেন– রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামের মুসলিম উদ্দিনের ১০ বছরের কন্যাশিশু ও চাপড় পার্বতীপুর গ্রামের বাদশা মিয়া ছেলে লাল মিয়া  (৩২) ।
রাণীশংকৈল করোণায় সংক্রমিত হওয়া রোগীর পরিবার লোকজন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আপাতত বাড়িতেই থাকতে বলেছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধূরী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নতুন শনাক্ত রোগীদের হুম আইসোলেশন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকি রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে  হোম আইসোলেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গতঃ রানীশংকৈল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। ৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন এবং মৃত্যুবরণ করেন ১জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.