নাটোরে আলোর ফেরিওয়ালা কার্যক্রমে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ শুরু

নাটোর প্রতিনিধি: রমজান মাস উপলক্ষ্যে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রমের আওতায় দ্রুততার সাথে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান ও অভিযোগ সমাধানে কাজ শুরু করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-০২। আজ রোববার সকাল থেকে সমিতিভূক্ত নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের অংশ হিসাবে সমিতি প্রাঙ্গণ থেকে ৬৫টি ফেরিওয়ালা ভ্যানের শোভাযাত্রা সহযোগে কার্যক্রমের সূচনা হয়। এসময়ে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর জেনারেল ম্যানেজার মোমিনুল ইসলাম ও সহকারী জেনারেল ম্যানেজার গোলাম ইখতিয়ার সহ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার গোলাম ইখতিয়ার বলেন, রমজান মাস জুড়ে বিশেষ এই সেবা র্ক্যক্রম অব্যাহত থাকবে। আজ প্রথম দিনে ১০৫টি নতুন সংযোগ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। কার্যক্রমের আওতায় ৬৫টি ভ্যান সমিতিভূক্ত গ্রামগুলোতে গিয়ে যাদের বাড়ীতে বিগ্যুৎ নেই তাদের খুঁজে বের করে তাৎক্ষনিক ফি নিয়ে সংযোগ প্রদান করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.