রংপুরে ৫ গর্বিত মাকে সংবর্ধনা

রংপুর ব্যুরো:  রংপুরে ৫ গর্বিত মাকে সংবর্ধনা দিলো বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলার চোখ। আজ রোববার নগরীর সুমি কমিউনিটি সেন্টারে গর্বিত মায়েদের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মহিদুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, নীলফামারী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার  বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, শিবরাম স্মৃতি-প্রি ক্যাডেট স্কুল ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সদস্য এস এম শুভ ও মোকাররম হোসাইন।

অনুষ্ঠানে সমাজে বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য ৫ জন গর্বিত মাকে সম্মামনা ক্রেস্ট ও সনদ দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.