চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের যৌথ বিচারক সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান মাসুদ এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম। শনিবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, শুক্রবার দিনব্যাপী মাদক বিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৫ মাদকসেবীকে আটক করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

এছাড়া অভিযানকালে ১ কেজি ৭’শ গ্রাম গাঁজা, ১ হাজার লিটার চোলাইমদ, ৮টি গাঁজার কলকি ও ১২টি গ্যাস লাইটার উদ্ধার করে। সাজাপ্রাপ্তরা হচ্ছে, সদর উপজেলার মহারাজপুরের মৃত সাজ্জাত মন্ডলের ছেলে মো. বাদল আলী (৪৫), মেথরপাড়া কলোনীর মোঃ শাহাজালালের ছেলে মোঃ আব্দুল খালেক (২৪), রামজীবনপুরের মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ সারিউল ইসলাম (৩৫), পালশা মিশনের মোঃ সেলিম রেজা শাহীনের ছেলে মোঃ শাকিল রেজা শুভ (২১), গোয়ালবাড়ীর মোঃ মামলতের ছেলে মোঃ জাহাঙ্গীর (৪২), পিটিআই বস্তির মৃত কাইউমের ছেলে মোঃ আপেল (২৯), উপরাজারামপুর তাতীপাড়ার সাইফুল ইসলামের মোঃ আব্দুস সাত্তার (২৫), একই এলাকার মোঃ নজরুল রাজমিস্ত্রীর ছেলে মোঃ মুকুল আলী (৪০), হুজরাপুর কাজীপাড়ার মৃত মুস্তাকিম সরকারের ছেলে মোঃ রুবেল (৩৪), মহিপুরের মোঃ ছবেদ আলীর ছেলে মোঃ বাবুল (৩৫), রামকৃষ্টপুরের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জাহিদ হাসান শিমুল (২০), নতুনপাড়া (কলেজপাড়া)র সারিউল আলীর ছেলে মোঃ সাগর আলী (২২), রেহাইচর আদর্শপাড়ার মোঃ রমজান পালোয়ানের ছেলে মোঃ সোহেল রানা (২৯), উপরাজারামপুর কুমারপাড়ার মোঃ ফরিদ আলীর ছেলে মোঃ বাবু (২০) ও নাচোল উপজেলার খলসী এলাকার মোঃ আশরাফুলের ছেলে মোঃ রাকিবুল হাসান (২২)। সাজাপ্রাপ্ত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.