চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” শ্লোগানে রবিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা সমবায় ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হকের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে।

শেষে শাহনেয়ামাতুল্লাহ কলেজ মিলনায়তনে জেলা সমবায় কর্মকর্তা প্রফুল্ল কুমার প্রামাণিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম তাজকির-উজ-জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিন মিয়া, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলামসহ অন্যরা। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ফাজলে রাব্বী, ফাতেমাতুজ জোহরাসহ অন্যরা। সভায় সমবায়ীদের মধ্যে ৬টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

উপস্থিত ছিলেন সদর উপজেলার সমবায়ের সহকারী পরির্দশক রিয়াদ ফয়সল, সমবায় অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।

Comments are closed, but trackbacks and pingbacks are open.