গফরগাঁওয়ে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুড়ি উড়ানোর সময় মো. জিহাদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খারুয়া মুকুন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
জিহাদ খারুয়া মুকুন্দ গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে ঘুড়ি উড়ানোর জন্য জিহাদ বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে প্রায় ২’শ মিটার দূরে ধানের একটি পতিত জমিতে সে ঘুড়ি উড়ানো শুরু করলে সকাল সাড়ে আটটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। জিহাদ এ সময় বজ্রপাতের শিকার হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বিটিসি নিউজকে বলেন, ‘বজ্রপাতের ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করা হয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.