নিকলীতে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার সোয়াইজনি নদীর তীরে বটতলা ভূবেণেশ্বরী কালী বাড়ির ঘাটে অষ্টমী স্নান উপলক্ষে বুধবার (২৯ মার্চ) পুণ্যার্থীদের ঢল নামে।
মঙ্গলবার রাত ৯ টা থেকে বুধবার রাত ৯ টা পর্যন্ত পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজা, অর্চনা, প্রার্থনার মাধ্যমে পাপ মুক্তির বাসনায় স্নান করেছে।
বটতলা ভূবেণেশ্বরী কালী বাড়ি পরিচালনা কমিটির সভাপতি সুভাষ পাল বিটিসি নিউজকে জানান, চৈত্রের অষ্টমী তিথিতে পাপ মোচন করতে প্রতিবছর বিভিন্ন উপজেলা থেকে হাজার-হাজার নারী-পুরুষ হিন্দু ধর্মাবলম্বীরা বটতলা ভূবেণেশ্বরী কালী বাড়ির ঘাটে স্নান করতে আসেন। সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা পাপ মোচনের আশায় গঙ্গা জলে ডুব দিয়ে শুদ্ধি হন। অষ্টমী স্নানের ঘাটে এ উপলক্ষে মেলা বসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.