কোয়ারেন্টিনে রয়েছেন ইংল্যান্ড ফেরত তামিম

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোয়ারেন্টিনে রয়েছেন ইংল্যান্ড ফেরত তামিম ইকবাল। সরকারের নিয়ম অনুযায়ী তামিম কোয়ারেন্টিনে আছেন। তার কোয়ারেন্টিন শেষ হবে আগামী ১৪ আগস্ট।

পেটের ব্যথার চিকিৎসা করাতে গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তামিম। লন্ডনের চিকিৎসক তামিমকে এখনো কোনো চিকিৎসা দেননি। তবে বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। পাঁচ থেকে ছয় দিন পর পরীক্ষার ফল জানা যাবে।

তামিম ততদিন লন্ডনে অপেক্ষা করতে চাননি। ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন ঈদের দিন সকালে। বিদেশ থেকে আসা সবারই দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।

আগামী শনিবার আবার শুরু ক্রিকেটারদের আবার অনুশীলন।

গত মাসে যেভাবে হয়েছিল সেভাবেই ব্যক্তিগত অনুশীলন হবে।

এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

তবে কোয়ারেন্টিনে থাকায় অনুশীলনে যোগ দিতে পারছেন না তামিম ইকবাল। অবশ্য বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলছেন, ক্রিকেট বোর্ড চেষ্টা করবে তার আগেই তামিমকে অনুশীলনে ফেরাতে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.