“কবিতার নাম কলেজে আজ রজতজয়ন্তী” সৈকত সরকারি কলেজ নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি: এই কলেজে আজ হচ্ছে ২৫ বছর পূতি, ছাত্র-শিক্ষক-অভিভাবক সবার মনেই ফুর্তি। সেদিন কিছু মহামানব দেখিয়েছিলেন আলো, তাদের প্রতি সবার মনে শ্রদ্ধা-প্রদীপ জ্বালো।
কেউ জোগালেন মূলধন আর কেউ জোগালেন জমি, তাদের সবাইকে আজ আমরা সবাই নমি। কেউ জোগালেন ইট-পাথর, কেউ বা মনের শক্তি, সালাম জানাই তাদেরকে আজ,জানাই শ্রদ্ধা-ভক্তি।
সেদিনের সেই ছোট ক্যম্পাস আজকে অনেক বড়, নতুন সাজে সাজালেন যারা,আজ তাদের স্মরন কর।
বর্ষে বর্ষে দলে দলে কত হাঁসি মুখ, তোমার শিক্ষা নিয়ে তারা বাঁধল আশায় বুক।
শিক্ষকেরা মালির মতন ফুল ফুটালেন কত, বিশ্ব মাঝে ছড়াল সুবাস ফুল ছিল তার যত।
ফুল ফুটছে প্রতি দিনই,হাজার ফুল ফুটুক, বিশ্ব মাঝে গন্ধ ছড়াক,নতুন সূর্য উঠুক।
সফিকুল ইসলাম (পলাশ)
ব্যাচঃ- ২৫তম।
শিক্ষাবর্ষঃ২০১৭-১৮ খ্রি।
সৈকত সরকারি কলেজ, চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী। 

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.