উদ্বেগের কারণ হয়ে উঠেছে তিন জেলা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩৬৮ জন 

কলকাতা প্রতিনিধি: রাজ্যে লকডাউন শিথিল হওয়ার সাথে সাথে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বড়ে যাচ্ছে ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩৬৮ জন করোনা আক্রান্ত হলেন ৷ ফলে বাংলায় মোট করোনা আক্রান্ত বেড়ে হল ৬ হাজার ৮৭৬৷

রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে কলকাতায় ৷ তারপরেই হাওড়া ও হুগলি৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ ৷ মৃত্যু হয়েছে ৫ জনের৷ হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ ৷ পিছিয়ে নেই হুগলি৷ গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৪৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে ৷

হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের৷ দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের ৷ উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.