ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসা ভারতীয় শাড়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি: গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা ১৮৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর এ্যাডজুটেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে ০৫ জনের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা চৌরাস্তা হতে ২০০ গজ পশ্চিমে মেইন রাস্তার উপর একটি মাইক্রো বাস আটক করা হয়।
আটককৃত মাইক্রো বাস হতে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ৬৩০ টি বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ী উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা। টহল দল উক্ত পাচারের সাথে সম্পৃক্ত ০৬ (ছয়) জন আসামী আটক করে।
আটককৃত আসামীরা হলোঃ
ক। মোঃ আলী হাসান (২৬), পিতা-মোঃ মামলত আলী, গ্রাম-লসমনপুর, পোষ্ট-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
খ। মোঃ মোখলেছুর রহমান (৩৫), পিতা-মৃত বরশেদ আলী, গ্রাম-হাদিনগর, পোষ্ট-ভবানীপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
গ। মোঃ মহসিন আলী (৪২), পিতা-মোঃ আলাউদ্দিন, গ্রাম, পোষ্ট এবং থানা-ইশ্বরদী, জেলা-পাবনা।
ঘ। মোছাঃ নূরজাহান খাতুন (৪৫), স্বামী-মোঃ দুলাল, গ্রাম-পিয়ারাখালী, পোষ্ট এবং থানা-ইশ্বরদী, জেলা-পাবনা।
ঙ। মোছাঃ সীমা খাতুন (৪০), পিতা-মৃত রবি শেখ, গ্রাম-পিয়ারাখালী, পোষ্ট এবং থানা-ইশ্বরদী, জেলা-পাবনা।
চ। মোছাঃ শাহিনু খাতুন (৪২), পিতা-মৃত সৈয়দ আলী, গ্রাম-পিয়ারাখালী, পোষ্ট এবং থানা-ইশ্বরদী, জেলা-পাবনা।
গাড়ী ও আসামীসহ উদ্ধারকৃত মালামল কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী ব্যাটালিয়ন ( বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.