টাঙ্গাইলে নৌকাবাইচ দেখতে যমুনায় হাজারো মানুষের ঢল

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে দুদিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা চলছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গরুর হাটের উত্তর পশ্চিমে যমুনা নদীতে এ প্রতিযোগিতা শুরু হয়। শনিবার শেষ হবে এ প্রতিযোগিতা।

ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে দুপুর থেকেই হাজারো মানুষের ঢল নামে যমুনার দুপাড়ে। জেলার বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ নৌকাবাইচ দেখতে আসেন। কেউ কেউ ছোট কিংবা বড় নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে নদীর বিভিন্ন জায়গায় অবস্থান নেয়।

জেলার বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা আর রং-বেরঙের বাহারি পোশাক পরে এ প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রাম বাংলার গান আর বৈঠার ছন্দে মাতিয়ে তুলেছিল যমুনার নদীর ঢেউকে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে নৌকাবাইচের উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন- সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ ও সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সহধর্মিণী ঐশী খান।
সরেজমিনে দেখা যায়, পানির মধ্যে নেমে, নদীরচরসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেছেন। নৌকায় ঘুরে পরিবার পরিজনকে নিয়ে বাইচ দেখতে আনন্দে উন্মুখ হয়ে ওঠে গ্রামাঞ্চলের মানুষ। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুপাড়ে বিভিন্ন ধরনের দোকান বসেছে।
নৌকাবাইচ দেখতে আসা তারা মিয়া বলেন, এখন আগের মতো নৌকাবাইচ প্রতিযোগিতা দেখা যায় না। তাই একটু আনন্দ উপভোগ করতেই পরিবারের সবাইকে নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। খুব আনন্দ করছি সবাই মিলে।
আরেক দর্শনার্থী সাদিয়া আক্তার কনা বিটিসি নিউজকে বলেন, নৌকাবাইচ দেখে অনেক ভালো লাগলো। ভবিষ্যতে এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।
সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বিটিসি নিউজকে বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন। আগামীতেও নৌকাবাইচ প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.