দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন: আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ সময়ে বগুড়া রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেসবাউল করিমের নিকট আদমদীঘি উপজেলার উপজেলা চেয়ারম্যান পদে দুইজন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছমা বেগম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বর্তমানে আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে তিনজন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সিনিয়র প্রভাষক তোফায়েল হোসেন লিটন ও সাবেক শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা এবং ভাইস চেয়ারম্যন পদে উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা আওয়ামীলীগের কোসাধ্যক্ষ বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুব মহিলালীগের কার্যনির্বাহি সদস্য ইশরাত জাহান কুইন ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২ মে প্রার্থীদের প্রতিক বরাদ্দের দিন ধার্য রয়েছে। ২১ মে ভোট গ্রহন করা হবে।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খাঁন এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন (রাজু) কে পুর্নসমর্থন জানিয়ে তারা উপজেলা নির্বাচন থেকে মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.