কুড়িগ্রামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট-এর আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায়  পলিটেকনিক ইনস্টিটিউট অডিটরিয়ামে সরকারি-বেসরকারি উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যাক্তি ও শিল্প কারখানার মালিকগণের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে মানসম্মত কারিগরি শিক্ষা’র অপরিহার্য শীষক সেমনিার অনুষ্ঠিত হয়েছে।

পরে পরে শিল্প কারখানা ও মালিকদের সাথে সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, বিশেষ অতিথি কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ প্রকৌশলী খোরশেদ আলম, উপাধ্যক্ষ আসাদুজ্জামানসহ অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.