সৌরভের অভাবে ভীষণ ভাবে শোকস্তব্ধ সাহিত্য মহল 

কলকাতা প্রতিনিধি: সৌরভ মুখার্জী নামটার সঙ্গে বর্তমান তরুণ কবি সাহিত্যিক থেকে শুরু করে বর্ষীয়ান কবি সাহিত্যিকরাও বেশ ভালোভাবে পরিচিত ৷
কারণ তিনি কবি ছিলেন তাই নয় ছিলেন দৃঢ় সংগঠক, এবং সকলের কাছের মানুষ ৷ তিনি সৌরভ চন্দ্র নাম লিখতেন৷ তাঁর বই “ধর্ম কুকুর” পাঠক মহলে বেশ সমাদৃত ৷
শ্রদ্ধেয় অগ্রজ কবি সাহিত্যিকদের সৃষ্টি নিয়ে একের পর এক অনুষ্ঠান  সংগঠিত করেছেন নন্দন প্রাঙ্গণে ৷ বহু নতুন কবি ও লেখককে তিনি তুলে এনেছেন সকলের সামনে ৷ সাহিত্যের জন্য নিরলস কাজ করে গেছেন ৷
শুধু তাই নয় যদিও তিনি একজন বলিষ্ঠ রাজনৈতিক কর্মী ছিলেন তথাপি দল মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছেন ৷ সকলের জন্য সমান মানসিকতা নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছন ৷
বর্ষীয়ান কবি শ্রী পবিত্র মুখোপাধ্যায় যখন করোনা আক্রান্ত হন তখন তাঁর জন্য বিশেষ ভাবে এগিয়ে আসেন এবং চিকিৎসার জন্য বাঙুর হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে সমস্ত আয়োজন তিনিই করেছিলেন ৷
ভ্যাগ্যের পরিহাসে সৌরভ  কিছুদিনের মধ্য কোভিডে আক্রান্ত হয়ে বাঙুর হাসপাতালে ভর্তি হন এবং গত বুধ বার সব লড়াই শেষ করে চলে গেলেন অমৃতলোকে ৷
আজ গোটা সাহিত্য মহল তাঁর অভাবে ভীষণ ভাবে শোকস্তব্ধ ৷ একজন কবির সাথে সাথে একজন লড়াকু সৈনিক তথা একজন মানব দরদীকে হারাল বাংলা ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.