বিনামূল্যে করোনার ভ্যাকসিনের দাবীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য

(বিনামূল্যে করোনার ভ্যাকসিনের দাবীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য)
কলকাতা প্রতিনিধি: প্রত্যেককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে হবে৷ এই দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতের কাছে দাবি জানানো হয়েছে, বর্তমানে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যে নীতি কেন্দ্রীয় সরকার নিয়েছে, তা অবিলম্বে বাতিল বলে ঘোষণা করুক শীর্ষ আদালত৷ আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে৷
রাজ্যের তরফে দাবি করা হয়েছে, যেভাবে ভ্যাকসিনের দামের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি নেওয়া হয়েছে, তা বাতিল করুক শীর্ষ আদালত৷ পাশাপাশি, কেন্দ্রের তরফে যাতে সব রাজ্যকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হয়, সেই দাবিও তোলা হয়েছে রাজ্যের তরফে৷
হলফনামায় রাজ্যের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে, ‘রাজ্যগুলিকে এভাবে ভ্যাকসিনের দাম নিয়ে দর কষাকষিতে নামতে বাধ্য করা যায় না৷ এর ফলে রাজ্যগুলিকে যেভাবেই হোক ভ্যাকসিনের জন্য অর্থ জোগাড় করতেই হবে৷ যার জেরে এমনিতেই চাপে থাকা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও ভেঙে পড়বে৷’
সুপ্রিম কোর্ট অবশ্য ইতিমধ্যেই ভ্যাকসিনের দামে এই বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছে৷ শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল, এর ফলে অচলাবস্থা তৈরি হবে৷ গত ১ মে থেকে শুরু হওয়া কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি নিয়ে অনেক রাজ্যই ইতিমধ্যে সরব হয়েছে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই প্রত্যেক নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পক্ষে সওয়াল করেছেন৷ গত মাস পর্যন্ত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের ডোজ কিনে রাজ্যগুলিকে সরবরাহ করছিল কেন্দ্র৷ কিন্তু ১ মে থেকে চালু হওয়া নতুন নীতি অনুযায়ী, মোট উৎপাদিত ভ্যাকসিনের ৫০ শতাংশ রাজ্য সরকারগুলি এবং বেসরকারি হাসপাতালগুলিকে সরবরাহ করবে দুই ভ্যাকসিন নির্মাতা সংস্থা৷ যা দিয়ে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়া হবে৷ বাকি পঞ্চাশ শতাংশ ভ্যাকসিন পাবে কেন্দ্রীয় সরকার৷ তারা ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া আগের মতোই চালু রাখবে৷
সিরাম জানিয়েছিল, রাজ্যগুলিকে প্রতি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন কিনতে হবে ৪০০ টাকায়৷ আর বেসরকারি হাসপাতালগুলিকে কিনতে হবে ৬০০ টাকায়৷ ভারত বায়োটেক জানায়, রাজ্যগুলির জন্য প্রতি ডোজ কোভ্যাক্সিন-এর দাম পড়বে ৬০০ টাকা, আর বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে তা হবে ১২০০ টাকা৷ বিভিন্ন মহল থেকে চড়া দাম নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর দুই সংস্থাই অবশ্য দাম সামান্য কমিয়েছে ৷ কিন্তু অনেক রাজ্যেরই এখনও অভিযোগ, সেই দামও যথেষ্ট বলে মনে হয় না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.