সপ্তাহের ব্যবধানে তিনটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে আবারও তিনটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ সোমবার (০৯ মার্চ) ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, উত্তর কোরিয়ার সর্বশেষ নিক্ষেপ করা তিন ক্ষেপণাস্ত্র ২শ’ কিলোমিটার পাড়ি দিয়েছে।

তিনি আরও জানান, ওই ক্ষেপণাস্ত্রগুলো পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর সোন্দোক থেকে নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো জানান, ওই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং তা জাপানের অর্থনৈতিক অঞ্চলে পড়েনি। তবে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগেই আরও দু’টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, প্রায় তিন মাসের বিরতি দিয়ে ওই দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.