শ্রীলঙ্কা সফর : ২৮ ক্রিকেটারের সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো’র বৈঠক

ফাইল ছবি

বিটিসি স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সিরিজ খেলবে কিনা বাংলাদেশ ক্রিকেট দল তা নিয়ে ক্রিকেট পড়ায় রীতিমতো চলছে নাটক। এখনো সিদ্ধান্তহীনতার মাঝে দুলছে ক্রিকেট বোর্ড।

আইসিসি’র এফটিপি অনুযায়ী আগামী জুলাই ও আগস্টে তিনটি টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে টাইগারদের।

কিন্তু, বিশ্বজুড়ে করোনার প্রভাবে সবই হয়েছে এলোমেলো। সেই ধারায় অন্য সিরিজগুলোর মতো এই সিরিজটি নিয়েও বিসিবি আছে দ্বিধায়।

শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি বেশ উন্নত হলেও বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। তাই সিরিজটিতে বাংলাদেশ অংশ নেবে কিনা এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

তবে, লকডাউনে বসে নেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আজ মঙ্গলবার (১৬ জুন) ক্রিকেটারদের সাথে ভিডিও কনফারেন্সে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন তিনি। বৈঠকে ২৮ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। লকডাউনের পর এই প্রথম এত সংখ্যক ক্রিকেটার নিয়ে মিটিং করলেন হেড কোচ।

ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখার পরামর্শ দেয়ার সাথে ম্যাচ খেলার জন্য মানসিকভাবে ফিট থাকার পরামর্শ দিয়েছেন রাসেল।

হেড কোচের এমন কথা পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি বাংলাদেশ যাচ্ছে শ্রীলঙ্কা সফরে? #

Comments are closed, but trackbacks and pingbacks are open.