শেষ ওভারে আরিফুল’র ৪ ছক্কায় দুর্দান্ত জয় পেলো জেমকন খুলনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে আরিফুল হকের চার ছক্কায় দুর্দান্ত জয় পেলো জেমকন খুলনা। তামিমের ফরচুন বরিশালকে তারা হারিয়েছে ৪ উইকেটে। দল জিতলেও নিষেধাজ্ঞা শেষে ফেরার ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেন নি সাকিব আল হাসান। ফরচুন বরিশালের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। মিরপুরে বরিশালের ১৫৩ রানের টার্গেট ১ বল ও চার উইকেট হাতে রেখেই টপকে জায় জেমকন খুলনা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন মেহেদি মিরাজ। পারভেজ ইমনকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক তামিম ইকবাল। টি-২০ ক্রিকেটে ধীর গতির ব্যাটিং কোরে সমালোচিত তামিম, এদিন ১৫ বলে করেন ১৫ রান। তবে যুব বিশ্বকাপজয়ী ইমন ৪২ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন। বল হাতে আক্রমণে এসে নিজের দ্বিতীয় ওভারেই আফিফ হোসেনের উইকেট তুলে নেন সাকিব।

শেষদিকে তৌহিদ হৃদয়ের ২৭ ও  অঙ্কনের ২১ রানে, বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৫২ রান।

জবাবে তাসকিন-সুমন খানদের বোলিং তোপে পড়ে খুলনা। বিজয় ৪ এবং ইমরুল আউট হন শূন্য রানে। ওয়ান ডাউনে নামা সাকিব ১৩ বলে ১৫ রান কোরে আউট হন। মাহমুদউল্লাহ, মিরাজের শিকার হয়ে ফিরে যান ১৭ রানে। মাঝে জহুরুল ইসলাম দায়িত্ব নিয়ে খেলেছেন। তবে রাব্বি ব্যক্তিগত ৩১ রানে তাকে সাজঘরে পাঠান।

তবে ধৈর্য ধরে একপ্রান্ত আগলে রাখেন টি-২০ স্পেশালিষ্ট আরিফুল ইসলাম। শামীম হোসেনের ১৮ বলে ২৬ রানের ইনিংস খুলনাকে জয়ের স্বপ্ন দেখায়। তবে নাটকীয়তা সব জমা ছিলো শেষ ওভারে। জয়ের জন্য মাহমুদউল্লাহ’র দলের দরকার ছিলো ২২ রান। মেহেদি মিরাজের ওভারে চার ছক্কায় দলের জয় নিশ্চিত করেন আরিফুল। ৪৮ রান কোরে ম্যাচ সেরাও হন এই ব্যাটসম্যান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.