শপথ নিলেন রসিক মেয়র, কাঙ্ক্ষিত জনসেবার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ (রংপুর) প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ ও নারী কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
প্রথমে মেয়র মোস্তাফিজার রহমানকে শপথবাক্য পাঠ করান শেখ হাসিনা।
এরপর ৩৩ জন ওয়ার্ড কাউন্সিল এবং ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের স্থানীয় জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার কেবল রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করেনি, একে বিভাগ হিসেবে ঘোষণা করেছে। সেইসঙ্গে রংপুরের সার্বিক উন্নয়নে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ অঞ্চলে একদা মঙ্গা জনগণের দুঃখের কারণ থাকলেও বর্তমান সরকার তা দূর করতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (রংপুর) প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.