কামারখন্দে রেললাইনে ফাটল, লাল কাপড় উড়িয়ে ট্রেন থামালো স্থানীয়রা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনে ফাটল দেখে লাল কাপড় উড়িয়ে ট্রেন থামালো স্থানীয়রা। পরে ট্রেনটি ধীরগতিতে ফাটলের ওই স্থানটি অতিক্রম করে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ঈশ্বরদী রেলসড়কের ছাগল-পাগলা (স্থানীয়) রেল সেতুর পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনে ফাটল দেখে মালবাহী একটি ট্রেন লাল কাপড় উড়িয়ে থামানো হয়েছিল। পরে ট্রেনটি ফাটলস্থান দিয়ে ধীরগতিতে অতিক্রম করে।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান বিটিসি নিউজকে জানান, ছাগলা পাগলা রেল সেতুর কাছে রেললাইনের যে ফাটলের সৃষ্টি হয়েছে সেখানে ধীরগতিতে ট্রেন পারাপার করা হচ্ছে। রেলওয়ের প্রকৌশলী বিভাগ ফাটল মেরামতে কাজ করছে।
সিরাজগঞ্জ রেলওয়ে প্রকৌশলী বিভাগের উপ সহকারি প্রকৌশলী আহসানুর রহমান বিটিসি নিউজকে জানান, সকালে উপজেলার ছাগলা পাগলা রেল সেতুর কাছে রেললাইনে হঠাৎ ফাটলের সৃষ্টি হয়। খবর পেয়ে ফাটল সংস্কারে কাজ শুরু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.