রাাজশাহী কলেজ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজ এর নারী অধিকার বিষয়ক সংগঠন ‘অনিন্দিতা’ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১১ মার্চ) সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের নেতৃত্বে র‌্যালিটি রবীন্দ্র-নজরুল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কামারুজ্জামান ভবনের সামনে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় শহীদ এএইচএম কামারুজ্জামান ভবনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
‘অনিন্দিতা’র আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন ইয়রেজি বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণা কাবেরী।
এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । বক্তব্য শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.