আটোয়ারীতে বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি জানান, রাজস্ব খাতের আওতায় ২০২৩ -২৪ অর্থবছরে বিল নার্সারী কার্যক্রমের আওতায় আটোয়ারীতে বাগমারা বিল ও সিংগিয়া বিল নার্সারীতে সাইনবোর্ড,চুন খৈল, সার, মাছের খাদ্য, নেট, সুমিথিয়ন সুফলভোগী দলনেতার কাছে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুনিরুজ্জামান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা আইসিটি প্রোগ্রামার মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
সুবিধাভোগীদের মধ্যে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী গ্রহণ করেন, সিংগিয়া বিলের দলনেতা মোঃ আব্দুল মজিদ। এ বিলের সুফলভোগীর সংখ্যা ৮০ জন এবং বাগমারা বিলের উপকরণ সামগ্রী গ্রহণ করেন ওই বিলের দলনেতা মোঃ হাবিবুর রহমান। এ বিলের সুফলভোগীর সংখ্যা ১২০ জন।
মৎস্য কর্মকর্তা জানান, কয়েকদিন পরেই বিভিন্ন প্রজাতির মাছের পোনা ওই বিলগুলোতে অবমুক্ত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সুফলভোগীদের মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে উপকরণ সমুহ যথা সময়ে সঠিক নিয়মে ব্যাবহার করার পরামর্শ দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.