রাবি শিক্ষককে হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মু. আলী আসগরকে হুমকি দেওয়ার অভিয়োগ উঠেছে একই বিভাগের অধ্যাপক মো.খাইরুলের ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী শিক্ষক।

 

ডায়েরী সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক আলী আসগর ২০১৮ সালের ১ নভেম্বর বিভাগের স্নাতকের (সম্মান) পার্ট-১ পরীক্ষায় হল পরিদর্শনের সময় এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তার উত্তরপত্র নিয়ে নিলে একই বিভাগের অধ্যাপক খাইরুল ইসলাম জোরপূর্বক ওই ছাত্রের খাতা ছিনিয়ে নিয়ে অধ্যাপক আসগরকে কক্ষের বাইরে যেতে বলে তাকে দেখে নেয়ার হুমকি দেন।

এ প্রসঙ্গে গত আগস্ট/২০১৯ মাসে অধ্যাপক আলী আসগর বিভাগ সংক্রান্ত এসব বিষয় নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করার পর, উক্ত রিট আবেদনের পক্ষে ‘‘অর্ডার’’ পায়। এমতাবস্থায়, গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে দুপুর ১২ টা নাগাদ অধ্যাপক খাইরুল ইসলাম রিট আবেদন প্রত্যাহার করতে বলেন তা না হলে প্রভাব খাটিয়ে ভুক্তভোগী শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেন।

এদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বিটিসি নিউজকে বলেন, বিভাগের অধ্যাপক ড.মু.আলী আসগরকে বিভাগের আরেক অধ্যাপকের হুমকির অভিযোগে আজ শনিবার ভুক্তভোগী শিক্ষক জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিভাগের অধ্যাপক খাইরুল ইসলাম অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.