মুক্তিযোদ্ধা মাস্টার তৈয়ব আলী স্মৃতি গ্রন্থাগারের ২য় শাখার উদ্ভোদন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নিদ্রাহীন নাবিকের ক্লান্তভরা মনকে একটু সতেজতা দিবে হয়তো এক টুকরো বইয়ের জ্যোতিময় বাক্য। সেই জ্যোতিময় বাক্যের ধারাকে আরো প্রশস্ত করতে মুক্তিযোদ্ধা মাস্টার তৈয়ব আলী স্মৃতি গ্রন্থাগারের ২য় শাখা উদ্ভোদন করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় থানারহাঁটে মুক্তিযোদ্ধা মাস্টার তৈয়ব আলী স্মৃতি গ্রন্থাগারের ২য় শাখার উদ্বোধন উপলক্ষে বসে বই প্রেমীদের আলোর মেলা। আলোকিত স্বদেশ গড়ার স্বপ্ন নিয়ে গ্রন্থাগারগুলোর প্রতিষ্ঠার নেপথ্যে কাজ করে যাচ্ছেন কবি সালেহীন সাজু।
দ্বিতীয় শাখা শুভ যাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি ও জয়াগ ইউপি চেয়ারম্যান শওকত আকবর পলাশ ফিতা কেটে শুভ উদ্ভোদন করেন।
অনুষ্ঠানে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রতন কর্মকারের সঞ্চলনায় ও বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আবুল খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানারহাট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ এস এম সালাউদ্দিন, থানারহাঁট এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আব্দুর রহমান, ফাহিম ফয়সাল ও ফ্রেন্ডস ব্লাড সোসাইটির সদস্যবৃন্দ ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.