আদমদীঘিতে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন মামলায় নারীসহ গ্রেফতার-১০


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে এক নারীসহ ১০জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, সান্তাহার শুভ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সান্তাহার স্টেশন কলোনীর ইয়ার আলীর ছেলে হোটেল ম্যানেজার আব্দুল হাকিম, দোয়াত শেখের ছেলে হেলাল শেখ ও নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে রেশমা বেগম।
এছাড়া সান্তাহার বাঁশহাটি এলাকা থেকে ১শ ৬০ গ্রাম গাঁজাসহ নতুন বাজার হঠাৎ পাড়ার মহিউদ্দীনের ছেলে সৈয়দ আলী এবং আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে আদমদীঘির কুসুম্বী গ্রামের সুলতানের ছেলে আনছার আলী, পোঁওতা গ্রামের সিদ্দিকের ছেলে জিল্লুর হোসেন মিঠু, লকু পশ্চিম কলোনীর সামছুদ্দিনের ছেলে সবুজ ও খলিল শেখের ছেলে সুমন শেখ, বশিপুর সরদার পাড়ার মোসলেম উদ্দীনের ছেলে রেজাউল করিম ধলু ও উথরাইল আকন্দ পাড়ার হারুন অর-রশিদের ছেলে নওশেদ আলম।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজকে জানান, গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.