মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিক নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও চার শ্রমিক। তাদের উদ্ধারে কাজ চলছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরের খাবার খেয়ে কাজে ফেরার পর পরই পাথর কোয়ারিটি ধসে পড়ার ঘটনা ঘটে। এর পর সেখানে শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার সকালে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ভারতরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। নিখোঁজ চারজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
মিজোরামের হাতিয়াল জেলার পাথর কোয়ারিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। আড়াই বছরে ধরে পাথর কোয়ারিটিতে কার্যক্রম চলছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.